
August 13, 2023
খুব করে চাইছেন নিজের কিছু করতে,নিজের আলাদা একটা পরিচয় গড়ে তুলতে কিন্তু টানাপোড়েনের এই শহরে কোনো ভাবেই তা সম্ভব হচ্ছে না। আচ্ছা হঠাৎ এক সকালে উঠে দেখলেন আপনি একজন সফল উদ্দোক্তা হয়ে গেছেন।কি ভাবছেন, হাতে পূঁজি নেই অথচ উদ্দোক্তা হওয়ার স্বপ্ন দেখাচ্ছি? না স্বপ্ন নয়।চলুন পরিচয় করিয়ে দেই অন্নর সাথে, যার কল্যাণে অনেক গৃহিণী পেয়েছে নিজের পরিচয়।
Ever dreamed of turning your kitchen into a hub of culinary creations? Onnow invites you to embark on a journey that promises not just cooking but a whole new identity. In a bustling city like ours, it’s hard to imagine finding your unique path, but what if I told you that you can?
Imagine waking up one morning, only to discover that you’ve transformed into a successful entrepreneur. It’s not just a dream, it’s a possibility waiting to be explored. Let’s introduce you to Onnow, where dreams come to life, and where ordinary individuals become extraordinary cooks.
অন্ন কি? | What is Onnow?
শূন্য থেকে শুরুর গল্প তো অনেকেই জানে,কিন্তু তা দেখেছে কয় জন।তবে সেই শূন্য থেকে শুরুর চিন্তায় যাত্রা শুরু অন্নর।অন্ন হচ্ছে একটা ফুড স্টার্টআপ যারা ক্ষুদ্র এবং স্বপ্নবাজ মানুষের স্বপ্ন পূরণে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। গড়ে তুলছে নিরাপদ এবং উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তার বাংলাদেশ।
Starting from scratch, Onnow has embarked on a journey that’s rewriting the narrative. Onnow is not just a food startup; it’s a catalyst for dreams. It’s a platform that empowers individuals with the desire to create, the will to excel, and the passion to serve. Onnow is shaping a safe haven for the future of food production and safety in Bangladesh.
অন্ন কিভাবে স্বাবলম্বী বানাবে? | How Does Onnow Empower?
একদম শূন্য থেকে অন্ন্য আপনার হাত ধরে টেনে তুলবে,দেখাবে আলোর পথ। অন্ন নিজস্ব প্রশিক্ষকের মাধ্যমে ট্রেনিং করানো থেকে শুরু করে রান্নার সকল সামগ্রী দিয়ে সাহায্য করে থাকে।
From the ground up, Onnow takes your hand and guides you towards the light of opportunity. Through dedicated training led by experienced mentors, Onnow ensures you’re well-equipped for the culinary road ahead. With all the necessary ingredients and support in hand, you’ll be ready to make your mark.
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার | Overcoming Daily Market Worries
রোজ বাড়ছে নিত্যপ্রয়োজনীয় বাজারের দাম আর খাবার স্টক করে রাখলে থাকছেনা গুণগত মান।তবে অন্নের সঙ্গী হয়ে এসব চিন্তা থেকে একদম ঝেড়ে ফেলতে পারেন। কারণ রোজকার পণ্য তারা নিজেরাই পৌছে দিয়ে যাবে আপনার দোরগোড়ায়।
Have you ever worried about rising market prices and ensuring your stock stays fresh daily? Onnow makes these worries a thing of the past. With us, you’ll find relief in knowing that your daily essentials are right at your doorstep, always fresh and ready for your culinary creations.
পুরো প্রক্রিয়াটি জানতে ভিডিওটি দেখুন
আপনিও পারবেন
আমাদের সাথে যোগদান করে আপনার হোম কিচেন হয়ে উঠুক লাভজনক আয়ের একটি উৎস। আমাদের ভার্চুয়াল ব্র্যান্ডগুলি ৫০টিরও বেশি আউটলেট এবং হোম কিচেনে চলছে। আপনিও নিয়ে দেখুন।
ফুড ডেলিভারি নিয়ে চিন্তা? | Redefining Food Delivery
ফুড অর্ডার আসলে ডেলিভারি ম্যান কোথায় পাবেন, সাথে পণ্য ঠান্ডা হয়ে গেলে আবার কাস্টমারের কাছে গ্রহণযোগ্যতা কমে যাওয়ার ভয় তো থাকেই। তবে অন্নের সাথে যুক্ত হলে চিন্তা নেই কারণ ডেলিভারি পার্টনার হিসেবে থাকছে অন্নের নিজস্ব সাপোর্ট, রান্না তৈরি হতে দেড়ি হলেও পৌঁছাতে দেড়ি হবে না।
When an order comes in, do you find yourself concerned about timely delivery and maintaining product quality? Partnering with Onnow means gaining access to a strong support system that ensures your dishes reach customers as freshly and efficiently as if you’d delivered them yourself.
প্রচারণা করবে কে? | The Power of Promotion
অন্ন যেখানে এতো এতো সুবিধা দিচ্ছে সেখানে তারা প্রচারণায় পিছিয়ে থাকবে বলে ভাবছেন! অন্নের দক্ষ মার্কেটিং টীম আপনার সফলতার জন্য নিরন্তর পরিশ্রম করে যাবে।আপনার খাবারের সুনাম ছড়িয়ে দিবে প্রতিটি দোরগোড়ায়। এছাড়াও অন্নের রোজকার তদারকি , রিসার্চ এবং ডেভেলপমেন্ট টীম আর হটলাইন সার্ভিস তো থাকছেই।
Onnow stands behind you, ready to shine a spotlight on your talent. With our skilled marketing team, your delectable dishes will reach every corner of your neighborhood. From the kitchen to the community, Onnow ensures your creations are well-received.
পুঁজি লাগবে কত ? | Starting Without Heavy Investment
অন্নর সাথে যুক্ত হয়ে বিনা পুঁজিতেই শুরু করতে পারবেন নিজের ব্যবসা। প্রতিদিনের বাজার পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়।
Worried about the investment required? With Onnow, you can kick-start your culinary journey without heavy financial commitments. Connect with your customers daily without worrying about the initial costs.
আয় হবে কত ? | Earning Potential
আমাদের দুইটা মেজর-ব্র্যান্ড এবং তিনটি সাব-ব্র্যান্ড নিয়ে কাজ করলে অনায়েসেই মাসে ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা আয় করা সম্ভব। তবে এইবার স্বপ্ন পূরণে আর বাধা কিসের। অন্নের হাত ধরে স্বাবলম্বী হওয়ার এই তো সময়।
By working with 2 major brands and 3 sub-brands, you can easily earn around BDT 30,000 to 40,000 per month. Isn’t it fascinating how cooking can lead to such rewards?
Contact Us
We know it can get tough to understand everything in one go. Get in touch with us and we will be more than happy to provide detailed knowledge on this which will help you to understand better.
Syed Tahmid Zaman Rashik, a Bangladeshi-born Canadian Permanent Resident, graduated from Newcastle University, UK with a First-Class Distinction in Marketing. After graduation, he completed his Masters in Strategic Marketing from the prestigious Imperial College London in 2015. At Onnow, Tahmid is the Co-Founder and CEO, who manages the overall business with a strong day-to-day focus on software development, branding, finance and partner management.
Recent Posts
- অন্নর রান্না ঘর যখন আপনার ঘরে | When Onnow’s Kitchen Steps into Your Home | অন্ন | Onnow
- Tahsin Rob joins Onnow as Co-founder and CCO
- Onnow raises investment from Silicon Valley, celebrates with Grameenphone
- ভার্চুয়াল ব্র্যান্ড: বাংলাদেশি রেস্টুরেন্টের নব দিগন্ত
- Cloud Kitchens: New Lifeline for Bangladesh Restaurants